বিপ্লব তালুকদার,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের প্রতিনিধি জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দূর্গা পূজা ও জেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে আলোচনা করে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে নিরাপত্তা বাহিনীর প্রতি বিশেষ জোরদার করেন। সম্প্রীতির বন্ধনে সকলকে এক হয়ে চলার আহবান জানায় বক্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সকল কমিটির নেতৃবৃন্দরা।