25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

ধানের শীষে ভোট দেয়ার জন্য দেশের সাধারন মানুষ মুখিয়ে রয়েছে-দুলু

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নিবার্চনে দেশের ২/১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কি হলো তাতে কোন প্রভাব পরবে না। কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের রায় এক নয়। ধানের শীষে ভোট জন্য দেশের সাধারন মানুষ দেয়ার জন্য মুখিয়ে রয়েছে। আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নিবার্চনের তফশিল ঘোষণা হলেই সকলে দেখতে পাবে দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের জন্য কিভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

দুলু বলেন, গত ১৭ বছর বাংলাদেশে সবচেয়ে বেশি জেল জুলুম গুম ও হত্যা সন্ত্রাসের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ কিভাবে বিএনপির সকল রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে আওয়ামী লীগ বাড়ি ছাড়া করেছে, তার দুই ছেলেকে নির্যাতন করে দেশ ছাড়া করেছে। দেশের মানুষ এসব ভুলে যায়নি। আওয়ামী লীগের সকল জুলুম নির্যাতন সহ্য করা দল বিএনপি আগামী দিনে একক ভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় যাবে।

আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নিবার্চনী পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

বিএনপি নেতা হাবিবুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মোঃ নাসিম উদ্দিন নাসিম ও হাফিজুল ইসলাম হাফিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল ও বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর