26 C
Dhaka
Thursday, October 2, 2025

মাইনি বাজারে আগুন তৎক্ষনাত সহযোগিতা হাত বাড়িয়েছেন সেনাবাহিনীর লংগদু জোন

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

আনুমানিক ১৪৪৫ ঘটিকায় লংগদু উপজেলার আওতাধীন মাইনি বাজারে লঞ্চ ঘাট সংলগ্ন হোটেল নিসা-তে (চা দোকান) রান্না ঘরের চুলা হতে আগুন লাগে এবং দ্রুত পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে বিশাল আকার ধারণ করে। খবর পাওয়ার সাথে সাথে জোন কমান্ডার *লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি* এর সার্বিক নির্দেশনায় লংগদু জোনের ভারপ্রাপ্ত টু-আইসি মেজর রিফাত উদ্দিন আহমেদ লিয়ন সহ উপস্থিত সকল অফিসার, এফএস জেসিও সহ ৫০ জনের একটি উদ্ধার দল তৎক্ষনাত মাইনি বাজারে গমন করে উদ্ধার কাজে অংশ গ্রহন করে। পরবর্তীতে লংগদু ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জোনের উদ্ধার দল, আনসার ব্যাটালিয়নের একটি উদ্ধার দল এবং স্হানীয ভলান্টিয়ারদের প্রচেষ্টায় আনুমানিক ১৬৩০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার ফলে চায়ের দোকান, হোস্টেল, মুদি দোকান, দুই তলা গোডাউন, ভাংগারীর দোকান এবং একটি বসতঘর সহ ১২-১৫ টি দোকান সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায়। উক্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

এ প্রসঙ্গে জোন কমান্ডার মহোদয় বলেন, এলাকার যেকোনো দুর্যোগ কালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন জনগণের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাবেন।

মাইনি বাজারের স্থানীয় জনগণ আজকের অগ্নি নির্বাপনে রসেনাবাহিনীর ভুমিকা, এমন মহৎ কার্যক্রমের ভূয়োষি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর