বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন লক্ষ্যে খাগড়াছড়ি জেলার ৬৪টি মন্দিরের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি পরিমল কান্তি শীল,
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি আশীষ ভট্টাচার্য হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে সঞ্চালনে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল তরু দাস।