25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে মহাসড়কে গাড়ি পার্কিং করতে নিষেধ করায় পুলিশের উপর হামলা

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে গাড়ি পার্কিং করতে নিষেধ করায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে ।আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের সাদিয়া তেল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহিদুল হোটেলের সামনে মহাসড়ক দখল করে প্রায় ৩০ থেকে ৩৫ টি ট্রাক পার্কিং করে রাখে, বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টহল টিম সেখানে গিয়ে মহাসড়কে গাড়ি পার্কিং করতে নিষেধ করায় পুলিশের উপর চড়াও হয়। একটি ট্রাক এসআই মনজুর মোর্শেদের সংকেত অমান্য করে পুলিশের গাড়িকে চাপ দিয়ে পালিয়ে যওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক হাইওয়ে পুলিশের আরেকটি টহল টিমকে অবগত করলে সেখানে থাকা পুলিশ সদস্যরা ওই গাড়িকে আটক করে। এক পর্যায়ে আটক ট্রাকের ড্রাইভার, হেলপার সহ অন্যান্য ট্রাকের লোকজন পুলিশের এএসআই জাহিদুলের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করে এবং মারধর করে। এতে এএসআই জাহিদুল আহত হয়। পিছনে ধাওয়া দেওয়া টহোল টিম ঘটনাস্থলে পৌঁছালে অন্যান্য ট্রাকের লোকজন গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় মারুফ নামের ট্রাক হেলপারকে ট্রাকসহ আটক করে হাইওয়ে থানা পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর মোর্শেদ জানান, এই ঘটনায় ট্রাকসহ হেলপারকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর