সোহেল রানা
যশোর: যশোরে পৃথক অভিযানে চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং একটি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে যশোর কোতোয়ালি মডেল থানা ও মণিরামপুর থানা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়।
চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আশিক গ্রেফতার
কোতোয়ালি মডেল থানা পুলিশ নড়াইল জেলার কাঠালিয়াঘাট এলাকা থেকে আশিক আলী ওরফে সুজনকে (৩৫) গ্রেফতার করেছে। আশিক শহরের নতুন উপশহর এলাকার ইউসুফ আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সোমবারই আদালতে পাঠানো হয়েছে।
ভ্যানচালক মিন্টু হত্যা মামলার মূল আসামি আটক
অন্যদিকে, মণিরামপুর থানা পুলিশ ভ্যানচালক মিন্টু হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন ওরফে বড় সাব্বিরকে (৪০) আটক করেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাব্বির হাঁকোবা মধ্যপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে।
গ্রেফতারের পর সাব্বির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মণিরামপুর সরকারি পাইলট স্কুলের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাইনিজ কুড়ালটি উদ্ধার করে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট চাঁদা না দেওয়ায় সাব্বিরের নেতৃত্বে মিন্টু ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত মিন্টু একদিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার পর মিন্টুর পরিবারকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক মানববন্ধনে মিন্টুর স্বজনরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।