26 C
Dhaka
Thursday, October 2, 2025

বাজিতপুর সরকারি কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক কার্যক্রম

আরও পড়ুন

বায়তুল আহমেদ, কিশোরগঞ্জ:

বাজিতপুর: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বাজিতপুর সরকারি কলেজে একটি বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করেছে কলেজ ছাত্রদল। ভর্তির শুরু থেকেই এই হেল্প ডেস্ক শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে, ফরম পূরণে সাহায্য করে এবং পরামর্শ প্রদান করে আসছে।

এই হেল্প ডেস্ক কার্যক্রমে উপস্থিত ছিলেন বাজিতপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সিমন আহমেদ রিয়াদ, সদস্য সচিব তারেক আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদ শুভ, যুগ্ম আহ্বায়ক শহীদ ইসলাম রয়েল, ইমরান হোসেন এবং আকরাম মিয়া। তারা জানান, নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম খুবই জরুরি।

ছাত্রদলের নেতারা শিক্ষার্থীদের প্রতি মানবিক ও বন্ধুসুলভ আচরণ করে ভর্তি প্রক্রিয়াকে সহজ এবং ঝামেলামুক্ত করে তুলেছেন। অনেক শিক্ষার্থী ও অভিভাবক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, হেল্প ডেস্কের কারণে তাদের কোনো প্রকার বিভ্রান্তি বা দুশ্চিন্তায় পড়তে হয়নি।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক সিমন আহমেদ রিয়াদ বলেন, “আমরা চাই নতুন শিক্ষার্থীরা সহজে ভর্তি হতে পারুক, তাদের যেন কোনো ধরনের হয়রানি বা সমস্যার মুখোমুখি হতে না হয়। এজন্য আমাদের এই হেল্প ডেস্ক সবসময় তাদের পাশে থাকবে।”

সদস্য সচিব তারেক আহমেদ ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীরা ভবিষ্যতের সম্পদ। তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

ছাত্রদলের নেতারা জানিয়েছেন, এই হেল্প ডেস্ক শুধু ভর্তি কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যতে একাডেমিক যেকোনো সমস্যাতেও তারা শিক্ষার্থীদের পাশে থাকবেন। এই উদ্যোগ প্রমাণ করে যে ছাত্ররাজনীতি শুধু আন্দোলন-সংগ্রাম নয়, বরং মানবিক সহায়তা ও শিক্ষা সহযোগিতার মাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর