25 C
Dhaka
Thursday, October 2, 2025

জন্ম-মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে নকলা ২৩ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে

আরও পড়ুন

হেলাল উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:

শেরপুর: জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আবারও প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে, গত এক মাসের ব্যবধানে নকলা উপজেলা ২৩ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

জুলাই মাসে ঝিনাইগাতী উপজেলা বিভাগ সেরা পারফরমেন্স দেখিয়েছিল এবং আগস্ট মাসেও তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম-এর তত্ত্বাবধানে ও প্রচেষ্টায় জুলাই মাসের ২৯তম অবস্থান থেকে নকলা ষষ্ঠ স্থানে উন্নীত হয়েছে।

জেলার অন্যান্য উপজেলাগুলোর মধ্যে জুলাই মাসে শ্রীবরদী ১৮তম, নালিতাবাড়ী ২২তম এবং শেরপুর সদর ২৫তম স্থানে ছিল। আগস্ট মাসের পারফরমেন্সে নালিতাবাড়ী ২২তম স্থান থেকে এগিয়ে ৭ম স্থানে উঠে এসেছে। কিন্তু শেরপুর সদর উপজেলা ২ ধাপ পিছিয়ে ২৭তম স্থানে এবং শ্রীবরদী উপজেলা ১০ ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছে।

উল্লেখ্য, জুলাই মাসে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে ময়মনসিংহ সদর উপজেলা জন্ম-মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে সবার শেষে অর্থাৎ ৩৫তম অবস্থানে ছিল। তবে আগস্ট মাসে তারা ৪ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর