খাগড়াছড়ি প্রতিনিধিঃ
৯ (সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে খাগড়াছড়ি সনাক’র ভারপ্রাপ্ত সভাপতি বেলা রানী দাশ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার,পুলিশ সুপার আরেফিন জুয়েল,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব এবং সার্বিক) ফেরদৌসী আরা বেগম।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সম্পন্ন করার জন্য জেলার সকল দপ্তরকে আন্তরিকতা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সেবাদান প্রক্রিয়া সহজতর করার প্রতি গুরুত্বারোপ করেন।
এছাড়াও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সনাক’র আয়োজিত কর্মশালায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন সহ খাগড়াছড়ির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।