26 C
Dhaka
Thursday, October 2, 2025

চার পা-ওয়ালা বক: কুড়িগ্রামে অদ্ভুত প্রাণীর খোঁজে ভিড়

আরও পড়ুন

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পা-ওয়ালা কানি বকের দেখা মিলেছে। বকটির দুই পা স্বাভাবিক থাকলেও অন্য পা দুটি অস্বাভাবিক আকারের ছোট। চার পা-ওয়ালা এই বকের এমন খবর পেয়ে তাকে দেখতে রোজই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের হাঁড়িপাতিল ব্যবসায়ী মো. আব্দুর রশিদের বাড়িতেই দেখা মিলেছে এই কানি বকের।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাঁড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে উপজেলার শহর গ্রাম গঞ্জে ছুটে বেড়ান তিনি। প্রতিদিনের মত গত বুধবার হাঁড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। পুকুর পাড়ের রাস্তার দিয়ে ফেরার সময় একটি কানি বককে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে যান। হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান অন্যান্য বকের চেয়ে এ বকটির পায়ের সংখ্যা বেশি। একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে বকটি। কৌশলে নিজ হাত দিয়ে ধরে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখেন বকটিকে। চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন।

দর্শনার্থী মো. আজগর আলী (৬০) জানান, এ বয়সে অনেক বক চোখে পড়েছে। চার পা-ওয়ালা বক কখনও দেখি নাই। সবই আল্লাহু পাকের ইচ্ছে।

আব্দুর রশিদ জানান, বকটি প্রথমে দেখে আমি অবাক হই। আমার খু্ব আগ্রহ জাগে বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি। বকটির বেশ যত্ন নেয়া হয় বলে জানান তিনি।

ফুলবাড়ি প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক বলে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর