26 C
Dhaka
Thursday, October 2, 2025

নির্বাচন বানচালে হাসিনা-জামায়াত ষড়যন্ত্র করছে: পটিয়ায় বিএনপি নেতা মিঠু

আরও পড়ুন

মহিউদ্দীন চৌধুরী পটিয়া ::

ব্যালট যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেই একটি ‘বিশেষ মহল’ আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত এক সমাবেশে তারা এই অভিযোগ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জামায়াতে ইসলামী এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

শুক্রবার বিকেলে পটিয়া থানার মোড় চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু। তিনি বলেন, “ইউনুস সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট হাসিনা দিল্লি থেকে এবং জামায়াত দেশে থেকে এই ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা জানে, ব্যালট যুদ্ধে তাদের ভরাডুবি হবে। তাই পিআর পদ্ধতিসহ নানা শর্ত দিয়ে টালবাহানা করছে।”

সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী বলেন, “দেশনায়ক তারেক রহমানকে ক্ষমতা থেকে দূরে রাখতে একটি বিশেষ মহল দিনরাত ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু ব্যালট যুদ্ধের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তবে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়ার ইন্দ্রপুল বাইপাস মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জাহেদুল হক, পটিয়া উপজেলা বিএনপি নেতা মো. ফরিদুল আলম, ইদ্রিস পানু, এ্যাডভোকেট আবদুস সবুর, মুনছুর শরীফ, বেলাল হোসেন, মো. ইসহাক, সাইফুল ইসলাম খোকন, এস এম টুটুল, জাহাঙ্গীর আলম, মিশকাত আহমেদ, বাহাদুর খাদেমী, শাহানুর মিয়া, আবদুল আজিজ, জহির উদ্দিন তসলিম, আবু তাহের, জমির উদ্দিন আযাদ, দিদারুল আলম, মো. শামীমুল হক, মো. নওশাদ, গাজী শওকত, আবদুল মোমিন টিটু, জমিরউদ্দীন আজাদ, রুবেল আরমান, আবদুর রাজ্জাক, মো হাশেম, শহীদুল ইসলাম মাজু, মো. জিসান, মো. আশিক, মো. রিদোয়ান, আবদুর রহমান, মো. শাহীন, রিয়াজুল ইসলাম রাজু, আবদুল্লাহ আল মারুফ, আবদুল আজিম, সাজ্জাদ হোসেন ইমন, মোঃ সানজু, মোঃ শহীদুল ইসলাম, মোঃ ফারদিন, আজাদ চৌধুরী, মোঃ জয়নাল, ইরফান আহমেদ সায়েম, মোঃ মিজান, নঈম, নাজিম, আনিস, জমির, সবুজ, সাইফু, পাপ্পু, জয়নাল আবেদীন, জানে আলম এবং মোহাম্মদ সৈয়দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর