আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিতীয় দিনেও বেড়েছে। আজ বৃহস্পতিবার নতুন করে আরও ১০৭ জন রোগী নাটোর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই নাটোর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রাথমিকভাবে অনেকেই ধারণা করেছিলেন, পৌরসভার সরবরাহকৃত পানি পান করেই এসব মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে বেশি আক্রান্ত ২ নম্বর ওয়ার্ড এলাকায় সরবরাহকৃত পানির নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বগুড়া ল্যাবে পরীক্ষায় কোনো জীবাণু পাওয়া যায়নি।
এর আগের দিন বুধবার নাটোর আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ১৫৮ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে ৩০ জন সুস্থ হলেও ১২৮ জন চিকিৎসাধীন ছিলেন। সেদিন ভর্তি রোগীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা তুলনামূলক বেশি ছিল; তবে বৃহস্পতিবার নতুন করে ভর্তি হওয়া ১০৭ জনের মধ্যে ৮৮ জনই পুরুষ, বাকি মাত্র ১৯ জন নারী ও শিশু।
ডায়রিয়া রোগীর সংখ্যা না কমে ক্রমেই বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাটোর পৌরসভা কর্তৃপক্ষ বুধবার থেকেই আক্রান্ত এলাকায় পানি সরবরাহ বন্ধ রেখেছে।
নাটোর আধুনিক সদর হাসপাতাল সূত্র জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ঢাকা থেকে আইসিডিডিআরবি’র একটি প্রতিনিধি দল নাটোরে পৌঁছানোর কথা রয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মাদ মোক্তাদীর আরেফিন বলেন, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সার্বিকভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে পর্যাপ্ত ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় সব সামগ্রী মজুত রয়েছে।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আক্রান্ত এলাকার মানুষদের জন্য চিকিৎসা সেবা, ওষুধ ও পানি পরিশোধন ট্যাবলেট বিতরণ করেছে।