আল আমিন, নাটোর প্রতিনিধি ::
গত কয়েকদিন যাবত নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
জানা গেছে যে, গতকাল সকাল ৭ ঘটিকা থেকে এখন পর্যন্ত নাটোর আধুনিক সদর হাসপাতালে মোট ২৫০ জন রোগী ভর্তি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাটোর পৌরসভার ০২ নং ওয়ার্ডের বাসিন্দারা পৌরসভার সরবরাহকৃত দূষিত পানি পান করার কারণে এ রোগে আক্রান্ত হয়েছেন। এই খবর নাটোর সদরস্থ সেনাবাহিনী ক্যাম্প জানা মাত্রই সকল ধরনের সহায়তার জন্য সিভিল সার্জন কে আশ্বস্ত করেন। পরিস্থিতি আরেকটু অবনতি হওয়ায় আজ সিভিল সার্জনের কার্যালয় সেনাবাহিনীর চিকিৎসক দলের সহযোগিতা চেয়েছেন।
এ প্রেক্ষিতে সেনাবাহিনী ক্যাম্প নাটোর ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে, যেখানে স্থানীয় গরীব ও দুঃস্থ ভুক্তভুগি রোগীদেরকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করে। এর পাশাপাশি সেনাবাহিনী কর্তৃক সিভিল সার্জন এর নিকট এলাকাবাসিদের জন্য ২০০ ব্যাগ আইভি ফ্লুইড ও ৪০,০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে এবং এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে, দেশের সকল পরিস্থিতিতে জনগনের পাশে থাকার জন্য সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীর এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সকলে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী নিষ্ঠার সাথে কাজ করেছে এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে।