26 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়ি রামগড় উপজেলায় ভুয়া চক্ষু ডাক্তারকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

আরও পড়ুন

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে কর্তব্যরত রাকিবুল ইসলাম নামক এক ভূয়া চক্ষু ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে আমজাদ মেডিকেল হলে ভুয়া চক্ষু ডাক্তার দ্বারা রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন এ অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। সেখানে রাকিবুল ইসলাম নামে একজন ব্যক্তি যথাযথ মেডিকেল ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা প্রদানত অবস্থায় পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে এভাবে যথাযথ মেডিকেল ডিগ্রি ও বিএমডিসি’র নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন স্বীকার করেন। তার এ কাজ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ। তাই উক্ত ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর