24.3 C
Dhaka
Friday, October 3, 2025

শ্রীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: নাঈম

গাজীপুর, শ্রীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ র‌্যালি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে মাওনা উড়ালসেতুর নিচে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, আহসান কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আনন্দ র‌্যালি ও সমাবেশে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর