24.3 C
Dhaka
Friday, October 3, 2025

মানিকছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আরও পড়ুন

অংগ্য মারমা, খাগড়াছড়ি:

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকারের আন্দোলন করে আসছে। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করেছে এবং বিএনপিই দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। আগামী জাতীয় নির্বাচনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও ঘোষণা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর