জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের ছোনগাছা ইউনিয়ন মা ও শিশু কল্যাণ স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে ওষুধ সংকট দেখা দিয়েছে। গত ৫ আগস্ট থেকে এ কেন্দ্রে কোনো ওষুধ সরবরাহ না থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন না। এতে গ্রামীণ জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের ভোগান্তি তৈরি হয়েছে।
এলাকার বাসিন্দা কুলসুম সরকার জ্বর ও প্রসব ব্যথা নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে গেলে, উপস্থিত স্বাস্থ্যকর্মী শিউলি খাতুন তাকে ওষুধ সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বলেন। শিউলি খাতুন জানান, “এক মাস ধরে এখানে কোনো ওষুধ নেই। যে সামান্য ওষুধ মজুত ছিল, সেটিও শেষ হয়ে গেছে।”
নিয়ম অনুযায়ী এই স্বাস্থ্য কেন্দ্রে চারজন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুইজন। প্রয়োজনীয় ওষুধপত্র না থাকায় তারা কার্যকরভাবে সেবা দিতে পারছেন না। কেন্দ্রটি সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকলেও, ওষুধের অভাবের কারণে সেবা ব্যাহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহমেদ বলেন, তিনি কোন কোন স্বাস্থ্য কেন্দ্রে সমস্যা রয়েছে তা খোঁজ নিচ্ছেন। জেলা সিভিল সার্জন ডা. নুরুল আমিন জানান, ছোনগাছা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
গ্রামীণ পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো সাশ্রয়ী খরচে সহজলভ্য সেবা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ওষুধ সংকটের কারণে সাধারণ মানুষকে দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাধ্য হতে হচ্ছে, যা তাদের সময় ও অর্থ ব্যয় বাড়াচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে এই সংকট দীর্ঘমেয়াদে গ্রামীণ স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব ফেলবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে স্বাস্থ্যকর্মীদের কার্যকরভাবে সেবা প্রদানের সুযোগ তৈরি করতে হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।