বিপ্লব তালুকদার খাগড়াছড়ির::
খাগড়াছড়িতে স্কুল ছাত্রকে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (৩১ আগস্ট) রাত ১১ টার দিকে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয় এবং ভিকটিমকে পরিবারের জিম্মায় দেয়া হয়।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ার মোড় থেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আল রাফিকে (১১) অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ চায় দুর্বৃত্তরা। বিষয়টি সেনাবাহিনীকে জানানোর পর অভিযান শুরু হয়।
খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সাড়ে ৫ টার দিকে উপজেলার মোল্লা পাড়া ব্রিজ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় বাদশা মিয়া নামে এক অপহরণকারীকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল নামে আরেক জনকে আটক করা হয়। আরেক আসামি মালেক মিয়াকে আটকে অভিযান চলছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।