মহিউদ্দীন চৌধুরী পটিয়া প্রতিনিধি ::
চট্টগ্রামের পটিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। বুধবার সকাল থেকে পটিয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ফারহানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- পটিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: নেজামুল হক, সহকারি প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, লাইসেন্স পরিদর্শক বিধান দাশ, অরজিত কুমার বসু দে, নক্সাকার আবুল ফাতা আল মামুন। সড়কে ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল, ভবন নির্মাণের মালামাল রাখাসহ বিভিন্ন কারনে ১৫জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, পৌরসভার অর্থায়নে ড্রেন কাম ফুটপাত করা হয়। গুরুত্বপূর্ণ এ ড্রেন দখল করে বিভিন্ন স্থানে স্থাপনা রাখা হয়েছে। যার কারণে চলাচলে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। সড়কে ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল, ভবন নির্মাণের মালামাল রাখা,
পৌরসভার অনুমোদিত নকশা/নকশা অনুমোদন ব্যতীত স্থাপনা নির্মাণ, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা, ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হয় এবং মালামাল জব্দ করে পৌরসভার জিম্মায় নেওয়া হয়। অভিযান চলমান রাখা হবে বলে জানান।