25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে জেলা বিএনপির কাউন্সিল সামনে, পদত্যাগ করলেন ৫ নেতা

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি::


‎আসন্ন হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে অংশ নিতে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জেলা বিএনপির পাঁচ নেতা। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক এবং মো. এনামুল হক সেলিম দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির আবেদন করেন।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে অংশগ্রহণের উদ্দেশ্যে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলে প্রার্থী হতে হলে দলীয় পদে না থাকার শর্ত থাকায় তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন।

‎জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, তাঁরা কাউন্সিলকে কেন্দ্র করে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় দলের নেতৃত্ব নির্বাচনে অংশ নিতে আগ্রহী। ইতোমধ্যে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

‎জেলা বিএনপির কাউন্সিল দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় রাজনীতিতে এ কাউন্সিল নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর