সানাউল্লাহ রেজা শাদ, বরিশাল::
ছাত্র রাজনীতি নিষিদ্ধ বরিশাল বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রী সংস্থা বৃহস্পতিবার দিনব্যাপী একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে। বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের নিচতলায় আয়োজিত এ কর্মসূচি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটি রাজনৈতিক ছাত্রসংগঠন সরাসরি ব্যানার ব্যবহার করে কার্যক্রম চালানোয় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাদের আশঙ্কা, এই ধরনের কার্যক্রম চলতে থাকলে ছাত্র রাজনীতি নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়বে এবং ভবিষ্যতে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা বাড়বে।
তারা বলছেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। অন্য ছাত্রসংগঠন যদি কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, তাদের কিভাবে থামানো হবে? এক সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়বে। ছাত্র রাজনীতির চর্চার নামে ঘটবে অপ্রীতিকর ঘটনা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরাব হোসেন জানান, সকাল ৯টা থেকে এক দিনের জন্য শুধু নারীদের জন্য মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে হেলথ চেকআপ কর্নার, গাইনি/প্রজনন স্বাস্থ্য কর্নার ও মানসিক স্বাস্থ্য কর্নারের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ফরিদা বেগম, পিজিটি (গাইনী অ্যান্ড অবস্) বিশেষজ্ঞ মিতানুর রহমান, ইসলামী ব্যাংক হাসপাতালের মেডিকেল অফিসার সানজিদা ইসলাম ইলমী এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নিপা আক্তার চিকিৎসা সেবা দেন। প্রাথমিকভাবে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবারহ করা হয়।
ইসলামী ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী মুক্তা ইশরাত সাংবাদিকদের বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেছিলেন। তিনি লিখিত অনুমতি না দিলেও মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রী সংস্থার এ আয়োজন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। বিষয়টি জানতে পেরে ব্যানার সরানো নির্দেশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সব কার্যক্রম নিষিদ্ধ, কোনো সংগঠন রাজনৈতিক ব্যানারে কোনো কার্যক্রম করতে পারবে না। তবে সামাজিক কোনো কাজ যে কেউ করতে পারবে, রাজনৈতিক ব্যানার ছাড়া।”