27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

গণমাধ্যম কর্মীদের সাথে পার্বত্য জেলা পরিষদের মতবিনিময় সভা

আরও পড়ুন

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি::

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ।

রোববার ১৭ আগস্ট ২০২৫ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল মাহফুজ, প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সম্পাদক ইসতেয়াক আহমেদ নিপুসহ পরিষদের সকল সদস্য ও জেলার গণমাধ্যম কর্মীরা।

সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি, মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসার, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন স্থানীয় গণমাধ্যম কর্মী ও অংশগ্রহণকারীরা।

সভায় বক্তারা এলাকায় টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ এবং কর্মসংস্থান তৈরির বিষয়ে সুপারিশ তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর