আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোরে যথাযথ ভাব-গাম্ভীর্যের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী পালিত হয়েছে ।
আজ ১৬ আগস্ট শনিবার এই উপলক্ষে নাটোর অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী রাজবাড়ীর শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়াও শহরের বিভিন্ন মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে একসঙ্গে হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়।
সন্ধ্যা থেকেই সকল মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা ভোগ আরতি সংকীর্তন শ্রীমৎ ভাগবত গীতা পাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
জন্মাষ্টমী উপলক্ষে শোভা যাত্রার উদ্বোধন করেন নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার। এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদক সহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করে জন্মাষ্টমী উদযাপন করেন। এ সময় ভক্তরা দেশ ও বিশ্বের সকলের জন্য মঙ্গল কামনায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন