25 C
Dhaka
Thursday, October 2, 2025

বরগুনায় জন্মাষ্টমী উদযাপনে আলোচনা সভা ও শোভাযাত্রা

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা::

বরগুনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার সার্বজনীন আখড়াবাড়ি মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। শরচন্দ্র হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ইব্রাহিম খলিল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, আখড়াবাড়ি মন্দিরের সভাপতি শ্রী দিলীপ কর্মকারসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর