26 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি ::

খাগড়াছড়িতে নানা আয়োজনে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিক মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। আলোচনা সভা শেষে তিনি রঙিন বেলুন উড়িয়ে অন্যান্য অতিথিদের সঙ্গে শোভাযাত্রা উদ্বোধন করেন।

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সদর উপজেলার ইউএনও সুজন চন্দ্র রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীনারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব।

লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় খাগড়াছড়ি সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এছাড়া স্ব-স্ব মন্দির ও বিভিন্ন এলাকার পূজা, উপবাস, রাতব্যাপী ব্রত ও কীর্তনের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হবে।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, মূলত এ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে ধর্ম সংস্থানের জন্য জন্ম গ্রহণ করনে। তাই এ দিনটি জন্মাষ্টমী নামে পরচিতি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের যোগে কৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করনে। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়ে থাকে আজ সেই শুভ দিন। ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথবিীতে শান্তির বার্তা নিয়ে আবির্ভাব হয়েছেন। তিনি জগতের প্রতিপালক হিসেবে সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর