আল আমিন, নাটোর প্রতিনিধি :::
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
তারা হলেন বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরিদ (১২) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিন হোসেনের ছেলে গোলাম রাব্বানি (১২)। এদের মধ্যে রাব্বানী তার নানার বাসায় থেকে পড়াশোনা করতেন।
আজ বৃহস্পতিবার(১৪ আগস্ট ) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, নওপাড়া জামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল-আমিন হোসেন বৃহস্পতিবার দুপুরে ১০-১২ জন ছাত্রকে নিয়ে নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সময় ফরিদ ও রাব্বানি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করে।
বিকেলে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখা যায়। ডুবুরি দলের সহযোগিতায় পুলিশ দুজনের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।