26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরের সিংড়ায় কবুতর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা-দুই ভাই গ্রেফতার

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরের সিংড়ায় কবুতর চুরির অভিযোগে আকরাম হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আপন দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

গত শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সিংড়া পৌরসভার পার সিংড়া (মান্তাপাড়া) এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আকরাম হোসেন ওই এলাকার ইউনুস আলীর ছেলে।

র‌্যাব জানায়, ঘটনার প্রায় এক সপ্তাহ আগে আকরাম অভিযুক্ত দুই ভাইয়ের বাড়ি থেকে কবুতর চুরি করে। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা বিষয়টি নিশ্চিত হয় এবং আকরামকে খুঁজতে থাকে। শুক্রবার বেলা ১১টার দিকে তারা আকরামকে সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকার কাছে দেখতে পেয়ে ধাওয়া করে। একপর্যায়ে আকরাম পানিতে লাফ দিলে দুজন মিলে তাকে তুলে এনে একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

এরপর অজ্ঞাত এক ভ্যানচালকের সহায়তায় তাকে পার সিংড়ার এক বাড়ির পাশে ফেলে রেখে চলে যায় তারা। স্থানীয়রা আহত অবস্থায় আকরামকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. রাশেদ খান বাদী হয়ে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহীর তানোর থানা এলাকা থেকে দুই অভিযুক্ত—মো. মিঠু ভান্ডারী (৪০) ও মো. মামুন ভান্ডারীকে গ্রেফতার করে। তারা সিংড়া বাজার সিট কাপড়ের গলি এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর