25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে জাতীয় ও আন্তজার্তিক যুব দিবস উদযাপন র‌্যালি  সমাবেশ ও যুব ঋণ বিতরণ

আরও পড়ুন

খাগড়াছড়ি প্রতিনিধি::

“প্রযুক্তি নির্ভর বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই শ্লোগানে খাগড়াছড়িতে জাতীয় ও আন্তজার্তিক যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলন কক্ষে পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্টানের আয়োজন করে । দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরন, সেলাই মেশিন বিতরন , বৃক্ষ রোপন,মৎস্য অবমুক্ত করন প্রশিক্ষণের সনদ বিতরণ ও যুব র‌্যালির করা হয়। অনুষ্টানের শুরুতে বেলুন উড়িয়ে যুব দিবসের শুভ সুচনা করেন প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটল মণি চাকমা।
জেলা পরিষদের সদস্য মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটল মনি চাকমা।অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাফিসা আইরিন । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহম্মেদ ও যুব উন্নয়ন অধিদপ্তর এর ডেপুটি কোঅরডিনেটর ইকবাল কাওসার।
এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব শক্তির গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন। পাশাপাশি যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে প্রযুক্তি ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাহাড়ে মাধ্যমে যুব শক্তিকে ব্যবহার করে দক্ষ জনশক্তিতে রূপান্তর সম্ভব। এতে একদিকে যেমন যুবকরা মাদকাসক্ত সহ বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকরে অপরদিকে তারা কর্মক্ষম হবে।
আলোচনা শেষে ৪ জন সফল নারী উদ্যোক্তাকে ৪টি সেলাই মেশিন, ১২ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবককে সফল আত্মকর্মী গড়ে তোলার জন্য ১৪ লক্ষ ৫০ হাজার টাকার ঋন বিতরণ ও ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদ বিতরণ করা হয়।অনুষ্টানে বিভিন্ন সরকারী-বেসরকারী অধিদপ্তরের কর্মকর্তারাসহ জেলার বিভিন্ন এলাকার যুবকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাঙ্গনে বৃক্ষ রোপন ও মৎস্য অবমুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর