25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

আরও পড়ুন

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি::

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ফিতা কেটে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ করে।

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ২৬টি স্টলে শতাধিক প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি চারা নিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। মেলায় দুলর্ভ ও বিলুপ্ত প্রায় প্রজাতির এবং পাহাড়ি অঞ্চলে রোপণযোগ্য ও চাহিদা সম্পন্ন বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিপণি স্টলগুলো অতিথিরা পরিদর্শন করেন।

পরে পৌর টাউন হল সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এতে স্বাগত বক্তব্য রাখেন- খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন। বক্তব্য রাখেন-খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিথি জেলা প্রশাসক রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির সৈয়দ মো. আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি কানন আচার্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলাসহ তিন পার্বত্য জেলায় সামাজিক বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে এলকার সাধারণ জনগণ একদিকে আর্থ-সামাজিক ভাবে উপকৃত হবে, অপরদিকে পরিবেশও সুরক্ষিত হবে। এবং পার্বত্য অঞ্চলের ঝিরি-নালা-নদীর নাব্যতা রক্ষাসহ প্রকৃতি-পরিবেশ সংরক্ষণের জন্য বেশি বেশি গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন বৃক্ষ চারা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর