27 C
Dhaka
Friday, October 3, 2025

এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

প্রেস বিজ্ঞপ্তি

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে চট্টগ্রাম শহরের একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী ও সদস্যবৃন্দ।

সভায় নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামীকাল চট্টগ্রামের শহীদের কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া আগামী এক মাসব্যাপী ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, নাগরিক সমস্যাবলি চিহ্নিতকরণ এবং জনগণের মতামতের ভিত্তিতে “চট্টগ্রাম সিটি নীতিমালা” প্রণয়নের কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক তার বক্তব্যে বলেন,

“জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে জনগণের সার্বভৌম ক্ষমতা ফিরিয়ে এনে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন সম্ভব। আমাদের আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয়, এটি একটি প্রজন্মের দায়।”

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর সমন্বয়কারী কমিটির সদস্যবৃন্দ। যারা আগামী দিনের সাংগঠনিক কাঠামো, ডিজিটাল প্রচারণা এবং তরুণদের সম্পৃক্ততার পরিকল্পনা তুলে ধরেন।

সভা শেষে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেন যে, চট্টগ্রাম হবে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের সূতিকাগার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর