24.3 C
Dhaka
Friday, October 3, 2025

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে ভালুকা প্রেসক্লাবের মানববন্ধন

আরও পড়ুন

পুলক শেখ, ভালুকা

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে শনিবার (৯ আগস্ট, ২০২৫) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।

ভালুকা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সমাজের বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আসাদুজ্জামান তুহিনের হত্যা শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি হুমকি। তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) রাতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত প্রধান আসামি, নারী সদস্যসহ পাঁচ জনকে আটক করেছে। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য গভীর শঙ্কার কারণ। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান।

ভালুকা প্রেসক্লাবের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক। তাঁর হত্যা গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই।” অন্যান্য সাংবাদিক নেতারাও তাঁদের বক্তৃতায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর