আল আমিন, নাটোর প্রতিনিধি ::
“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বৃদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এন এস সরকারি কলেজ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনটির জেলা সভাপতি নরেশ উরাওয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়ার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অলোক মৈত্র, শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, জয়কালী মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর সদর সভাপতি বাবুল পাহান, আদিবাসী নেতা, শ্যামলাল তেলী, উত্তম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভ‚মি কমিশন গঠনসহ আদিবাসীদের সকল দাবি মেনে নিতে হবে। আদিবাসীদের অস্তিত্ব রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। শিক্ষা-দীক্ষা, চাকুরীসহ নানা খাতে আদিবাসীদেরকে অবদান রাখতে হবে।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন আদিবাসী শিল্পীরা।