নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার হোসেন আহমেদ বলেছেন, “মেরুদণ্ড না থাকলে আমরা কীভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকি?”
সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী কমিশনকে “মেরুদণ্ডহীন” বলে মন্তব্য করেছিলেন। তার জবাবে ইসি সচিব বলেন, “এসব রাজনৈতিক মন্তব্য। কমিশনাররা এ বিষয়ে উপযুক্ত উত্তর দেবেন। তবে আমি এটুকু বলতে পারি— যেহেতু দাঁড়িয়ে থাকতে পারছি, সেহেতু ইসির মেরুদণ্ড আছে।”
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে আখতার হোসেন আহমেদ বলেন, “ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ বছর তিন ধরনের তালিকা প্রকাশ করা হবে— নতুন ভোটার, মৃত ভোটার ও সংশোধিত তালিকা। আগামী ৩১ আগস্টের মধ্যে তালিকা চূড়ান্ত করা হবে।”
তিনি আরও জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটার কাজ শেষ করা হবে। এ মাসেই সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর হিসাব প্রসঙ্গে তিনি বলেন, “৫১টি নিবন্ধিত দলের মধ্যে ৩০টি দল আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ১৫টি সময় চেয়েছে, একটি এখনো সময় পায়নি এবং ৫টি দলের কোনো সাড়া মেলেনি।”
নতুন দল নিবন্ধনের আবেদনের বিষয়ে তিনি বলেন, “চলতি বছর ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। তাদের মধ্যে ৮০টি দল পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে। কিছু দল সময় চেয়েছে, তবে ৫৯টি দল কোনো উত্তর দেয়নি।”
এছাড়াও তিনি জানান, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ইউরোপীয় ইউনিয়নের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।