27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

পঞ্চগড়ে জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি::

জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল জুলাই দ্রোহ করেছে।

শনিবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ব্যারিস্টার বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এতে ছাত্র শিবিরের জেলা, উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

পরে চৌরঙ্গী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবুল বাশার বসুনিয়া, তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, শহীদ আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জানান, গণঅভ্যুত্থানের এক বছর হতে চললেও জুলাই হত্যাকান্ডের দৃশ্যমান কোন বিচার দেখা যাচ্ছে না। ইন্টিরিম সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখনো স্বৈরাচারের দোসরেরা পঞ্চগড়ে দেদারসে ঘুরে বেড়াচ্ছে। কাউকে পুলিশ গ্রেপ্তার করছে না৷ অথচ কেউ অভিযোগ দিলেই বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করতো। নানা মিথ্যা মামলায় জড়িয়ে দিত।

বক্তার আরো বলেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রামী নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে৷ আগামীতেও ফ্যাসিবাদের উত্থান হলে তাদেরকে প্রতিহত করবে ছাত্রশিবির।

বক্তারা, অবিলম্বে হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবি জানান। একই সাথে দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি তোলেন তারা। অন্যথায় জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের জন্য রাজপথে আবারো আন্দোলন সংগ্রাম করবে ছাত্র শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর