25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

‎শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে  বাসের ধাক্কায় যুবক নিহত

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি::


‎হবিগঞ্জের শেরপুর–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের কনকপুর এলাকায় বেপরোয়া গতির একটি বাসের চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী মো. আল আমিন (২৫) নিহত হয়েছেন।

‎শনিবার(২আগষ্ট ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আল আমিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে। তিনি শেরপুর থেকে সিএনজি অটোরিকশায় মৌলভীবাজার যাচ্ছিলেন। কনকপুর বাজার সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ–সিলেট বিরতিহীন এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী বাস সিএনজিটিকে মুখোমুখি চাপা দেয়। সংঘর্ষের মাত্রাতিরিক্ত ধাক্কায় ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।

‎দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালককে স্থানীয়রা প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক বলে জানান।

‎খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কটিতে অতিরিক্ত গতি, অনিয়ন্ত্রিত ওভারটেক ও বাসচালকদের অসচেতনতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা উন্নয়নে হাইওয়ে পুলিশের নিয়মিত তদারকি চাহিদা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর