25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

জকিগঞ্জের গর্ব বীরপ্রতীক ফজলুল হকের নামে রাজশাহীতে বিজিবি গেইট উদ্বোধন

আরও পড়ুন

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাজশাহী ব্যাটালিয়নে উদ্বোধন করা হয়েছে “বীরপ্রতীক ফজলুল হক গেইট”—যা মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ জকিগঞ্জের একমাত্র খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম সুবেদার ফজলুল হক বীরপ্রতীকের নামে নামকরণ করা হয়েছে।

মরহুম সুবেদার ফজলুল হক ছিলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল খাদিমান গ্রামের বাসিন্দা। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যশোর ও ৮ নম্বর সেক্টরে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে “বীরপ্রতীক” খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন সিলেট জেলার মাত্র ছয়জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার একজন এবং জকিগঞ্জ উপজেলার একমাত্র।

রাজশাহী ব্যাটালিয়নেই তিনি তাঁর বর্ণাঢ্য চাকরি জীবনের সমাপ্তি ঘটান। সেই স্মৃতিবিজড়িত জায়গাতেই তাঁর নামাঙ্কিত গেইটের উদ্বোধন বিজিবির পক্ষ থেকে তাঁর বীরত্বকে চিরস্মরণীয় করে রাখার এক ব্যতিক্রমী উদ্যোগ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে মাহবুবুর রহমান ডালিম। এছাড়াও পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সরকারি পর্যায় থেকে জানানো হয়েছে, শিগগিরই আরও কিছু রাস্তার নামকরণও বীরপ্রতীক ফজলুল হকের নামে করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছে।

উল্লেখ্য, বীরপ্রতীক সুবেদার ফজলুল হক ১৯৯৯ সালের ২১ ডিসেম্বর ইন্তেকাল করেন। তাঁর মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর