বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি::
পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫১ তম আবির্ভাব তিথি উপলক্ষে ও শ্রী শ্রী জন্মাষ্টমী ২০২৫ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে খাগড়াছড়ি পানছড়ি উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর আয়োজনে খাগড়াছড়ি পানছড়ি উপজেলার দেবালয় মন্দিরের হল রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সনাতনী সম্প্রদায়ের সকল মঠ মন্দিরের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে এই প্রস্তুতি সভাকে সাফল্য মণ্ডিত করেন। পরে মন্দিরে নেতৃবৃন্দরা জন্মাষ্টমীকে সাফল্য ও সুন্দর করার লক্ষে তাদের ব্যাক্তিগত মতামত প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক প্রভাত তালুকদার, পুজা উদযাপন পরিষদ এর সদস্য সচিব তমাল দাশ লিটন, ভুবনেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সাধন পাল, পানছড়ি উপজেলার জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর সভাপতি প্রবাস সাহা, খাগছড়ি জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর সহ- সভাপতি বিমল দেবনাথ, সহ- সাধারণ সম্পাদক সোমেন সরকার বাপ্পী, কৈবল্য পীঠ মন্দিরে সাধারণ সম্পাদক দীলিপ সেন, পানছড়ি লোকনাথ মন্দিরে সভাপতি সমীর সাহা প্রমূখ।