25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে নলডাঙ্গা হতে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ঝালমুড়ি বিক্রেতাকে উদ্ধার

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি::

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা হতে এক ঝালমুড়ি বিক্রেতাকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে সড়কের মাঝখানে পড়ে ছিল।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের পাশে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। উদ্ধার হওয়া ব্যক্তি নিজের নাম বাবু বলে জানিয়েছেন। তিনি নীলফামারীর সৈয়দপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।

বাবু জানান, তাঁর সঙ্গে থাকা সঙ্গীরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর হাত-পা ও মুখ বেঁধে রেখে চলে যায়। কেন তাঁকে এমনভাবে ফেলে যাওয়া হলো, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা আগে দেখা যায়নি।

এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উদ্ধারকৃত ব্যক্তির বক্তব্য যাচাই করা হচ্ছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর