পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় সড়কে শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভাম্রমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
৩১ জুলাই (বৃহস্পতিবার) চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সংলগ্ন ইন্দ্রপোল অংশে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়কে কোর্ট পরিচালনাকালীন মেয়াদ উত্তীর্ণ রুট পারমিট, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২টি পরিবহন ও দুই ব্যাক্তিকে ৪ টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান,সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা,অতিরিক্ত ভাড়া রোধ, মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ সময় তিনি আরও জানান,ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। অদক্ষ চালক বাস, ট্রাক ও কাভার্ডভ্যানসহ ভারী যানবাহন চালাচ্ছে, হালকা যানবাহনের লাইসেন্স নিয়ে অনেকে ভারী গাড়ি চালাচ্ছে। ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামানো হচ্ছে। তদুপরি লাইসেন্সপ্রাপ্ত চালকদেরও যথোপযুক্ত মান রক্ষিত হচ্ছে না ফলে রাস্তায় দুর্ঘটনা বেড়েছে। যানবাহন দুর্ঘটনায় শুধু পথচারী ও যাত্রী হতাহত হচ্ছে তা নয়, যানবাহনের চালক, হেলপারও হতাহত হচ্ছে। সড়ক-নৈরাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনস্বার্থে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।