বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা শুরু হয়। শহরের ভাঙ্গাব্রীজ মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাসিনার অগণতান্ত্রিক ধারায় সব সেক্টরের মতো বিচার বিভাগ ভেঙ্গে পড়েছিল। যার ফলে দেশের মানুষ ন্যায় বিচার বঞ্চিত ছিল। দেশে যেন আর স্বৈরাচারের উত্থান হতে না পারে সে কারণে আওয়ামীলীগ সহ তার সহযোগীদের বিচার নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি পালন হচ্ছে সারাদেশে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।