26 C
Dhaka
Thursday, October 2, 2025

বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আরও পড়ুন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি::

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে উপজেলা আওয়ামী কৃষক লীগের সহ-সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুচ মুন্সিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বাহারছড়া ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার মাতৃসদন হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে থানা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়৷ এরপর বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যে চেয়ারম্যান সরাসরি ছাত্র-জনতার উপর হামলা জড়িত ছিল সে কিভাবে এতদিন চেয়ারম্যান পদে থাকতে পারে। গত ১৭ বছর স্বৈরাচারের দোষর হিসেবে বাহারছড়ার সাধারণ মানুষের উপর নির্যাতন চালান এই ইউনুচ মুন্সি। গত ৪ আগস্ট বাঁশখালীর চাম্বলে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত ছিল সে। জুলাই আন্দোলনে আ. লীগের হয়ে বিভিন্ন নাশকতা ও হামলায় বাহারছড়ার প্রতিনিধিত্বও করেন তিনি।’

বক্তারা আরও বলেন, ‘এই স্বৈরাচারের দোষর ইউনুচ মুন্সিকে বাহারছড়াবাসী কখনো চেয়ারম্যান হিসেবে মেনে নিবে না। প্রয়োজনে বাহারছড়ার সাধারণ মানুষ কঠোর আন্দোলনে যাবে। বাঁশখালীতে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন এই ইউনুচ মুন্সি। আমরা প্রশাসনকে অনুরোধ করতেছি অবিলম্বে এই দোষরকে গ্রেপ্তার করে বাহারছড়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’

এ সময় মানববন্ধনে বাহারছড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ কয়েক শতাধিক স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।’#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর