24.5 C
Dhaka
Friday, October 3, 2025

পদস্থগিতের পরে যা বললেন গিয়াস কাদের চৌধুরী

দোষর‌দের নি‌য়ে হামলা, উল্টো দোষ চাপা‌চ্ছেন

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

নিজের ভাই সালাউদ্দীন কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য থাকা অবস্থায় ফাঁসি মঞ্চে জীবন দিয়েছেন। শেখ হাসিনা সরকারের রোষানলে ছিলেন দেশের বাইরে। কিন্তু ৫ আগস্টের পর একটি মহলের ষড়যন্ত্রে বিব্রত বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী।

তার অনুসারীরা বলছেন একচোখা নীতির জালে আটকা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস কাদের চৌধুরী। রাউজানে দলের নেতাকর্মীদের সহিংসতার ঘটনার পর বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত)  গিযাস উদ্দিন কাদের চৌধুরী নিজের বক্তব্য দিয়েছেন ফেসবুকে।

বুধবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমি বিএনপির একজন আদর্শিক রাজনীতিক। শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় ধরে দলের স্বার্থে কাজ করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের অংশ। ‘

‘ আমি নিজের এলাকায় সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে ছিলাম বরাবর। আওয়ামী প্রভাবিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সোচ্চার থেকেছি। আমি একাধিকবার দলের কেন্দ্রীয় নেতাদের কাছে কিছু নেতাকর্মীর অপতৎপরতা নিয়ে সতর্ক করেছি। অথচ উল্টো আমাকে অভিযুক্ত করে পদ স্থগিত করেছে যা গভীর ষড়যন্ত্র। ‘

তিনি লেখেন, ২২ এপ্রিল রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দি‌য়ে‌ছি। স্থানীয়ভাবে সৃষ্ট সহিংসতা রোধে প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। অথচ সেই চিঠিকে ভুল ব্যাখ্যা করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে তদন্তের ভিত্তিতে আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি পক্ষপাতদুষ্ট। আমি একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। আমি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।’

গিয়াস কাদের চৌধুরী বলেন, দলের অভ্যন্তরে একটি চক্রান্তকারী মহল বিএনপির আদর্শ ও নেতৃত্বকে বিতর্কিত করতে সচেষ্ট। আমি আশা করি চেয়ারপারসনের বিচক্ষণ সিদ্ধান্তে সত্য উদঘাটিত হবে এবং আমার রাজনৈতিক সম্মান পুনঃস্থাপিত হবে।

‘ গতকা‌লের ঘটনায় কারা দে‌শি অস্ত্র, শটগ‌্যান নি‌য়ে রাউজা‌নে ডুক‌তে চে‌য়ে‌ছে রাউজা‌নের মানুষ‌কে ভয়ভি‌তি দেখা‌তে চে‌য়ে‌ছে সকল কিছুর তথ‌্য রাউজা‌নের সাধারণ মানু‌ষের কা‌ছে র‌য়ে‌ছে, রাউজান আমার রাউজান আপনার, রাউজা‌নে আস‌লে শোডাউন ‌কেন দি‌তে হ‌বে? কেন অস্ত্র নি‌য়ে ডুক‌তে হ‌বে রাউজা‌নে? বাহিরের মানুষ‌কে ভাড়া ক‌রে আন‌তে হ‌বে কেন? আপনারা স্থানীয় নেতৃবৃন্ধ‌কে বাদ দি‌য়ে ক‌মিটি ক‌রে‌ছেন, স্থানীয় নেতৃবৃন্ধ‌কে সভাসমাবেশ থে‌কে বাদ দি‌চ্ছেন আবার তা‌দের উপর ব‌হিরাগত আওয়ামী‌দোষর‌দের নি‌য়ে হামলা ক‌রে উল্টো দোষ চাপা‌চ্ছেন আমার উপর।’

আমি আশা করি গণমাধ্যমের সহায়তায় সত্য প্রকাশ পাবে এবং একজন পরীক্ষিত রাজনীতিক ষড়যন্ত্রের শিকার হবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর