26 C
Dhaka
Thursday, October 2, 2025

রাঙামাটির বাঘাইহাটে ইউপিডিএফ আস্তানায় সেনা অভিযানে গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আরও পড়ুন

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি::

রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ি এলাকায় ইউপিডিএফ (প্রসিত খিসা) সন্ত্রাসীদের আস্তানায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এই অভিযান পরিচালনার কথা জানান আইএসপিআর । অভিযানে সেনাবাহিনী একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর নিশ্চিত করা যায়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন এখনো চলমান রয়েছে।

আইএসপিআর বলছে, “রাঙামাটির বাঘাইহাটে ইউপিডিএফ সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে একে-৪৭ ও অন্যান্য আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অপারেশন এখনো চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই ইউপিডিএফসহ একাধিক আঞ্চলিক গ্রুপ সক্রিয় রয়েছে। বিভিন্ন সময়ে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব সন্ত্রাসীদের আস্তানা উন্মোচিত হয়েছে।

ঘটনার বিস্তারিত জানার জন্য স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও পর্যবেক্ষণ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর