26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে আজ সিভিল সার্জন, নাটোরের আয়োজনে ডাক্তার, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নাটোর আধুনিক সদর হাসপাতাল কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম, পুলিশ সুপার, নাটোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারি কমিশনার জনাব মোঃ রাসেদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ আনোয়ারুল আজিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব নিলা হাফিয়া,নাটোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান আহব্বায়ক আব্দুস ছামাদ শিশির বক্তব্য রাখেন ।

পুলিশ সুপার তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহত সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি রক্তদানের মত মহৎ কাজে সম্পৃক্ত হতে সকল নাগরিককে আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, যেকোনো কাজে নিজেকে আত্মত্যাগের মতো মহৎ কাজ শুধুমাত্র প্রকৃত ত্যাগীরাই করতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ত্যাগী কর্মী নিজেদের রক্ত বিলিয়ে নতুন বাংলাদেশের সূচনা করতে পেরেছিল। আমরা নতুন বাংলাদেশে জুলাই শহীদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পুলিশ সুপার রক্তদান কর্মসূচিতে সম্পৃক্ত ডাক্তার সহ সহায়কদের ধন্যবাদ জানান। তিনি কোভিডকালীন ডাক্তারদের ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমিন লাবু, আধুনিক সদর হাসপাতাল নাটোরের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর