আল আমিন, নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে নাটোর–পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় একটি প্রাইভেট কার ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী (৪৫) নামের এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসেন আলী বড়াইগ্রামের জোয়ারি ইউনিয়নের কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি নাবিস্কো বিস্কুট কোম্পানির ডেলিভারি ভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি বনপাড়া কয়েন বাজারে পণ্য সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েন বাজার এলাকায় পৌঁছানোর আগে একটি প্রাইভেট কার ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক হাসেন আলী ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে আজ বিকেলে নাটোর সদর উপজেলার হরিশপুর এলাকায় পুলিশ লাইন্সের সামনে দেশ ট্রাভেলস্ ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী ‘দেশ ট্রাভেলস’-এর একটি কোচের সঙ্গে নাটোর থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।