25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

‎বাহুবলে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরও পড়ুন

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:::

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগান বড় লাইন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানটি পরিচালনা করেন ডিএনসির হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বাধীন একটি রেইডিং টিম। অভিযানে গ্রেফতার হন মৃত সম্ভু চাষার পুত্র সন্তোষ চাষা (৪৭), যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

‎অভিযানকালে সন্তোষ চাষার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বাহুবল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

‎বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে,এমন অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর ভাষ্যমতে, ডিএনসির এ ধরনের কার্যক্রম মাদক নির্মূলে প্রশাসনের দৃঢ় ও কঠোর অবস্থানের প্রমাণ বহন করে।

‎মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর