26 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়ির মানিকছড়িতে অপহরণের পর হত্যা

আলোচিত সোহেল হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন

আরও পড়ুন

বিপ্লব প্রতিনিধি, খাগড়াছড়ি::

খাগড়াছড়ির মানিকছড়িতে অপহরণের পর হত্যার শিকার মাদরাসাছাত্র মো. সোহেল হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃত খুনিদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) খাগড়াছড়ির শাপলা চত্ত্বর থেকে পরিবারবর্গ ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্পুর্ণ সড়ক পদক্ষিণ শেষে আদালত চত্ত্বরে গিয়ে মানববন্ধন করে। মানবন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে পাড়ার কার্বারী অংসাজাই মারমা, আব্রে মারমা, নিহত সোহেলের মা রাবেয়া আক্তার, নানা আবদুর রহিম, আবদুল জব্বার, গ্রাম সর্দার মোসলেম উদ্দিন ও ছাত্রনেতা মো. সাকিব। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির ও খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা ।

এসময় বক্তারা এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।

উল্লেখ, গত ৪ জুলাই খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঘোরখানা এলাকা থেকে ৭ম শ্রেণির মাদরাসাছাত্র মো. সোহেল (১৪) অপহরণের ১২ দিন পর উপজেলার দূর্গম বুদংপাড়া এলাকার একটি ছড়া থেকে অপহৃত সোহেলের হাত-পা ও মুখ বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় গত ১১ জুলাই অপহৃত সোহেলের পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে দফায় দফায় অভিযান চালিয়ে এই ঘটনার মূল পরিকল্পনাকারী মংসানু মারমা (৩৫)সহ ঘটনার সাথে সম্পৃক্ত ৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। যারমধ্যে ৫ জনই এজাহারভুক্ত আসামী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর