মহিউদ্দীন চৌধুরী (পটিয়া, চট্টগ্রাম)
সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ০৪ টার দিকে এ বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি আনোয়ারার কালাবিবি দিঘীর মোড় থেকে শুরু হয়ে পিএবি সড়ক প্রদক্ষিণ শেষে চাতরী চৌমুহনী দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’সহ নানা স্লোগান দিতে থাকেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক রহমান সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির।
বক্তব্যে তিনি বলেন, ৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে যেভাবে হত্যাকান্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল এর প্রতিবাদ জানাচ্ছি। এবং গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বর্তমান সরকারের কতিপয় উপদেষ্টারা দায়ী। অনতিবিলম্বে সোহাগ হত্যাকাণ্ড জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।
আরো বক্তব্য রাখেন আনিসুর রহমান আনাস, আবদুল মান্নান রানা,আজিম উদ্দিন,এনামুল হক সজিব,সাখাওয়াত হোসেন মিশু,নুর শাহেদ খাঁন রিপন,নাঈম উদ্দিন, রিয়াদ হোসেন,সিফাত,এনামুল হক এনাম,জুয়েল,মোরশেদ,পটিয়া উপজেলা ছাত্রদল নেতা নাঈম উদ্দিন, রিদুয়ান আরিফুল ইসলাম, রিদুয়ান নাঈম, শফি আলম,মোঃ মাসুদ চৌধুরী, মোঃ আরফাত, সাকিব উদ্দিন, অণর্ব বড়ুয়া, রিয়াদ, রাসেল, আতিকুর রহমান, জাবেদ, মোঃ তুষার, মোঃ মুন্না, মোঃ ফাহিম, আজাদ, রাসেল, নুরুল আবেদীন প্রমি,মোঃ নজরুল, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ তোহা,রবি, ইদ্রিস আজাদ, এনামুল হক শান্ত, ইমতিয়াজ সাকিব শুভ, মোহাম্মদ মীর আসিফ,ইমাম উদ্দীন, লোহাগাড়া উপজেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলাম শহীদ, কলেজ ছাত্রদল নেতা শাহাদাত হোসেন জিকু,বোরহান,তারেক, মিনহাজ উদ্দিন রাকিব,শফিউল আলম চৌধুরী,মাহিম,সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা হান্নান, জালাল উদ্দীন,ফয়সাল, ইমতিয়াজ,আনিসুর রহমান আরাফাত,ফাহাদ,তৌহিদ,সোহেল, নুর মোহাম্মদ সাকিব,মেজবাহ উদ্দিন হিরু,অনিক,মালেক,আশিক, নাঈম, লতিফ প্রমুখ।