25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

জকিগঞ্জের গোবিন্দ পালের বাড়িতে ডাকাতি: সন্দেহভাজন গ্রেফতার

আরও পড়ুন

জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামে ব্যবসায়ী গোবিন্দ পালের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আমলশীদ গ্রামের মৃত সুবাস পালের ছেলে সুশিতল পাল (২৭)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং ঘটনাটির সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, গত ২৭ জুন গভীর রাতে বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে গোবিন্দ পালের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ঘরের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে, পরে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ আনুমানিক ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় ভুক্তভোগী গোবিন্দ পালের ছেলে গৌরাঙ্গ পাল জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার পর জকিগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় গোবিন্দ পালের পাশের বাড়ির সুশিতল পালকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে হাজির করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করি। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর