25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

চুনারুঘাটে মেম্বার পদে নির্বাচন করবেন মাহিদ আলী

আরও পড়ুন

‎স্বপন রবি দাশ (‎হবিগঞ্জ)


‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওয়রগাছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সৈয়দ মাহিদ আলী।


‎তিনি উপজেলার বাঘারুক গ্রামের মরহুম পীরজাদা সৈয়দ তাহির মিয়া সাহেবের ছেলে। মরহুম তাহির মিয়া ছিলেন খাজা সৈয়দ শাওয়াল শাহ আউলিয়া ফাউন্ডেশনের সভাপতি এবং বাঘারুক দরবার শরীফের খলিফা। সৈয়দ মাহিদ আলী বর্তমানে ওই দরবার শরীফের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎এলাকার উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও যুবসমাজকে মাদকমুক্ত রাখার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন মাহিদ আলী। তিনি বলেন, “জনগণের ভালোবাসা আর দোয়া নিয়েই আমি নির্বাচন করতে চাই। যদি নির্বাচিত হতে পারি, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব।”

‎আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রার্থিতা ইতোমধ্যেই স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। মাহিদ আলীর অনুসারীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর